১৫ বছর পর পুনরায় চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ AM

দীর্ঘ প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস। বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ৩০ বছরের জন্য লিজ নেওয়ার মাধ্যমে এ মিলের পরিচালনার দায়িত্ব পেয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিলস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এটি হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন এবং ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
১৯৮৮ সালে চালু হওয়া কুড়িগ্রাম টেক্সটাইল মিলস শুরুতে উৎপাদন কার্যক্রম সচল রাখলেও নানা কারণে গত ১৫ বছর ধরে এটি বন্ধ ছিল। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এ মিল চালু করে চারটি পণ্য উৎপাদনের পরিকল্পনা নিয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি বসির আহমেদ বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ আমার খুবই প্রিয়। এ অঞ্চলের মানুষের জন্য কিছু করতে পারা আমার সৌভাগ্যের বিষয়। এখানে শিল্পকারখানা গড়ে তুলে শুধু মুনাফার চিন্তা করছি না, বরং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি।’
তিনি আরও জানান, স্থানীয় মানুষের সহযোগিতায় এ শিল্পকে টেকসইভাবে পরিচালনা করা হবে এবং এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এতে খুশি স্থানীয়রাও।তারা জানান,এর মাধ্যমে আমরা নতুনভাবে কর্মক্ষেত্র তৈরীতে হবে।যা এই সময়ে আমাদের জন্য অনেক আনন্দের বিষয়।