গণ অধিকার পরিষদের নেতা নিখোঁজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ PM

রবিউল আউয়াল অন্তর (৩০) নামে গণ অধিকার পরিষদের এক নেতা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় ফেরার পথে নিখোঁজ হন তিনি।
জানা গেছে, নিখোঁজ অন্তর, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক। তিনি উপজেলার লোন্দা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্র জানায়, অন্তর রাতে কলাপাড়া পৌরশহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট চার লেন ও ছয় লেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দেওয়া হয়।
অন্তরের বাবা মো. সোলায়মান বলেন, ‘আমার ছেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ। আমি আমার ছেলেকে চাই।’
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।’