হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা পিনাকীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ PM

হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘অনেকে সেনা ক্যাম্পে নাকি বিপন্ন হিন্দু জনগোষ্ঠী ফোন করছে আশঙ্কা জানিয়ে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিশ্চিন্ত থাকুন, দুর্বৃত্তরা আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। জনগণকে সাথে নিয়ে দুর্বৃত্তদের রুখে দিন। আমরা একসাথে এই দুর্বৃত্তদের রুখে দেব।’
আরো পড়ুন: বুয়েটের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে সারা দেশে বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে।
তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে। কিন্তু দুর্বৃত্তরা দেশে অশান্তি সৃষ্টির জন্য নানাভাবে তৎপর আছে।