তোফায়েল আহমেদের বাসভবনে আগুন
- ভোল প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ AM

ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাসভবনের সামনে ২৫ থেকে ৩০ জন জড়ো হন। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ভবনে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার প্রতক্ষ্যদর্শী স্থানীয় এক ব্যক্তি জানান, ৫ আগস্টের পর আর ভোলায় যাননি তোফায়েল আহমেদ। বর্তমানে তিনি ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন আছেন বলে গণমাধ্যমের খবর জানা গেছে।
এর আগে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কালি নাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরু আলম চত্বরে দিয়ে সমাবেশ করেন ছাত্র ও জনতা।
এর আগে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।