এ বছর খুবই গুরুত্বপূর্ণ, কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেয়া হবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ, কাউকে কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যে সৃষ্টির সুযোগ দেয়া হবে না।

আজ সোমবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মাদ ইউনূস বলেন, আমাদেরকে ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে ছিলাম। এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর। আমাদের কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ছড়ানো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রত্যেকেরই এই বিভ্রান্তিকর হুমকির বিরুদ্ধে লড়াই করা উচিত।

প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষার জন্য নিরাপত্তা প্রধানদের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর যেকোনও হামলা নস্যাৎ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যদি আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে না পারি তাহলে আমাদের বৈশ্বিক ভাবমূর্তি খারাপ হবে। এ ব্যাপারে আমাদেরকেও খুব স্বচ্ছ হতে হবে।

মুসলমানদের পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ