আ.লীগের অপরাধ না করা রাজনীতিবিদদের উপদেষ্টা নাহিদের পরামর্শ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ PM

আওয়ামী লীগের যারা দুর্নীতি বা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নন, তাদের রাজনীতি করার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের যারা অপরাধী নন, রাজনীতি করতে চাইলে তাদের আওয়ামী লীগ ও তাদের মতাদর্শ ত্যাগ করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই। কারণ, তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে।
নতুন দলের পরামর্শ দিয়ে নাহিদ বলেন, যারা ভুল বুঝতে পারবেন, তাদের সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।