ঢাবি-সাত কলেজ ইস্যু সমাধানের পথ দেখালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। স্বারষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যদি অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না।
রাস্তা বন্ধ না করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, যদি কোনো কিছু হয়, রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে- এসব জায়গায় যদি প্রতিবাদ করে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে।
ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে, যুক্ত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রসঙ্গত, গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে আগামী চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ ও সংঘর্ষের দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনাসহ ৬ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।