চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

বিএনপি নেতার পদ স্থগিত, কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার নির্দেশ

নাসিম উদ্দিন আকন
নাসিম উদ্দিন আকন  © টিডিসি

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাকে বিএনপির সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ঝাড়ুমিছিল করেন রাজাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাসিম উদ্দিন আকন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৮ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপর ১১ জানুয়ারি নাসিম উদ্দিন আকনের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হলো। একই সঙ্গে তাকে দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

Razapur home

রাজাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝাড়ুমিছিল

এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা সদরে ঝাড়ুমিছিল করেন রাজাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাইপাস মোড় হয়ে নাসিম আকনের বাঘড়ির বাসায় গিয়ে শেষে হয়। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব আ্যডভোকেট শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। আমি জবাব দিয়েছি। অথচ জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’

জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ