সবার আগে শিক্ষা সংস্কার কমিশন করা প্রয়োজন ছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন  © সংগৃহীত

একাধিক সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কিছু করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব কিছুর আগে শিক্ষা সংস্কার কমিশন করা প্রয়োজন ছিল, সেটিই হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা ব্যবস্থাকে সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করে মির্জা ফখরুল বলেন, আমাদের যদি শিক্ষাটাই না থাকে তাহলে আমরা কি দিতে পারবো আর কি নিতে পারবো? কিন্তু সেই কমিশন এখন পর্যন্ত করা হয়নি।

অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা সৃষ্টি করা কাম্য নয় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এই মুহূর্তে সব বদলে দেবো বা এটা করে ফেলবো তা হয় না। ধাপে ধাপে এগিয়ে যেতে হয়।’

‘সব সময় একটা কথা মনে রাখতে হবে, হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা, চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা ঠিক হবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মাহবুব উল্লাহ (অধ্যাপক মাহবুব উল্লাহ) ভাইয়েরা থিওরি পড়াতেন, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম। অর্থাৎ এই মুহুর্তে আমি সব পাল্টে দেব, এই মুহুর্তে সব দখল করব, অন্যায় রোধ করব, এটা হয় না। আপনাকে ধাপে ধাপে করতে হবে।’

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না, নৈরাজ্য সৃষ্টি করে আরও বিপদ যেন আমরা ডেকে না আনি। আমাদের এসব বিষয় মনে রাখতে হবে।’

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহির দিপ্তী। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুরে এলাহী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ গ্রন্থ আড্ডায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence