এনসিটিবি কার্যালয়ের সামনে হামলার নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টার প্রেস উইং  © লোগো

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখা বা না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির সময় হামলার ঘটনা ঘটেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। 

বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে সরকার হামলার তদন্তের নির্দেশ দিয়েছে এবং এরই মধ্যে ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

এতে আরও জানানো হয়, সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করে যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই।

উল্লেখ্য, বুধবার দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


সর্বশেষ সংবাদ