বিএনপি নেতা বাবর খালাস পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল
- নেত্রকোণা প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ PM
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে শুনানি শেষে তাকে খালাস দেয়া হয়। এমন সংবাদের প্রেক্ষিতে তার নিজ এলাকা নেত্রকোনার মদনে আনন্দ মিছিল করছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
মিছিলটির নেতৃত্বে ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদার ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন।
এ সময় মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, সাবেক পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ শেকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব শেখ রিপন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হক সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।