থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ AM
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান।
তিনি বলেন, 'শুক্রবার (১০ জানুয়ারি) আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পর তরিকুলসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তরিকুল নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শ্রীনগর থানাহাজতে আছেন।'
তিনি আরও বলেন, 'যুবদল নেতা তরিকুল ইসলামকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগের মামলাটি ছাড়াও থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।'
এদিকে,আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় প্রাথমিক সদস্যপদসহ তরিকুলকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ওই যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে। প্রায় একঘণ্টা পর পুলিশের অনুরোধে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার মারধরের অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতে স্থানীয় শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নিয়ে যান।