জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই: নজরুল ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:১৬ PM
আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-জামায়াতসহ নিশ্চয় সবাই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। কেননা, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব আছে কি না, থাকলে তা কমানোর জন্য বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে; আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে, শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলব, ভাই কথাটা ঠিক না।
তিনি আরও বলেন, আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক; তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি। এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক।
শিগগিরই জামায়াতের সঙ্গে বিএনপি কোনো বৈঠক করবে কি না, জানতে চাইলে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, জামায়াতের সঙ্গে আমরা ফরমালি যুগপৎ আন্দোলনে ছিলাম না। তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি এক রকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিল। নিশ্চয়ই আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই।