সংস্কার করার যোগ্যতা অন্তর্বর্তী সরকারের নেই: মোস্তফা জামাল

সমাবেশে বক্তব্য রাখছেন মোস্তফা জামাল হায়দার
সমাবেশে বক্তব্য রাখছেন মোস্তফা জামাল হায়দার  © টিডিসি ফটো

সংস্কার করার যোগ্যতা ও ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না। সংস্কার করার যোগ্যতা ও ক্ষমতা আপনাদের নেই। যতদ্রুত পারেন নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিন। 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক ও প্রশাসনিক দোসরদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোস্তফা জামাল বলেন, খালেদা জিয়ার বিদেশগমন নিয়ে বাজারে অনেকে অনেক কথা বলছে, আমি এসব বিশ্বাস করতে চাইনা। তাকে (খালেদা জিয়া) নাকি মাইনাস করার ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ ও যুব সমাজ বেঁচে থাকতে এ ষড়যন্ত্র সফল হতে দিবে না। 

কলকারখানায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের কলকারখানা ধ্বংস করতে অন্তর্বর্তীকালীন সরকার গ্যাসের দাম বৃদ্ধি করছে। এই সরকার ভারতের তাঁবেদারি সরকার, বাংলাদেশের শিল্প ধ্বংস করতে গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগুনে হাত দিবেন না। আপনারা অনেক বাহানা করেছেন, বাহানা করে করে জনমনে অসন্তোষ সৃস্টি করবেন না।

১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি চেয়ারপার্সোন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন খান।


সর্বশেষ সংবাদ