ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম. কামালউদ্দীন মারা গেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ PM
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম. কামালউদ্দীন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ৯ জানুয়ারি বাদ জোহর প্রথম জানাজা, বিকাল ৩টায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা ও তৃতীয় জানাজা বাদ এশা বেইলি রোড়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম শহরের কাট্টলিতে চতুর্থ জানাজা শেষে নিজ এলাকায় দাফন করা হবে।
তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি অগ্রণী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন।
১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড-এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ইসলামী ব্যাংক থেকে অবসরের পর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্সুরেন্সের চেয়ারম্যান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ও হজ্জ ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এম. কামালউদ্দীন চৌধুরীর মৃত্যুতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা শোক জানিয়েছেন। এছাড়া ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।