প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের সব কর্মসূচি স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ AM
শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে ঢাকা মহাসমাবেশ স্থগিত করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, শাহীনুদ আল আমিন, মো. মুনির হোসেন, মো. আনিসুর রহমান, তপন মন্ডল, শাহীনুর আক্তার।
বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন (ছয়টি সংগঠন) ঐক্য পরিষদ নামে জোট গঠন করে। সংগঠনের পক্ষ থেকে গত ১৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২২ আগামী ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ঘোষণা করা হয় এবং মহাসমাবেশের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে ১০ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ৮টি বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়।
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কর্মসূচি ঘোষণার বেশ কিছুদিন পর একটি মিশ্র সংগঠনের একাংশ হঠাৎ ২৪ জানুয়ারি ঢাকায় আরেকটি কর্মসূচি (মহাসমাবেশ) ঘোষণা করে, যা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আমরা মনে করি।
এ অবস্থায় জোট নেতারা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ঐক্য পরিষদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এবং ২৪ জানুয়ারির পর নেতাদের আলোচনার মাধ্যমে ২২ ফেব্রুয়ারির মহাসমাবেশসহ অন্যান্য কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।