বরগুনায় অবৈধ কয়লা চুল্লিতে প্রশাসনের অভিযান 

অবৈধ কয়লা চুল্লিতে প্রশাসনের অভিযান 
অবৈধ কয়লা চুল্লিতে প্রশাসনের অভিযান   © টিডিসি ছবি

বরগুনার পাথরঘাটায় অবৈধ কয়লা চুল্লিতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে অবৈধ কয়লা চুল্লি ধ্বংসে অভিযানে নামে পাথরঘাটা  উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

অভিযানে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে ৪টি কয়লা চুল্লি ধ্বংস করা হয় এবং চুল্লীর মালিক ফজলুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধারে এসব চুল্লি পরিচালনায় বনের গাছ ধ্বংস হওয়ার পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধসহ অন্তঃসত্ত্বা নারী। অবৈধ চুল্লি ধ্বংস করায় খুশি গ্রামবাসী।

সপ্তাহে একেকটি চুল্লিতে পোড়ানো হয় ২০০-৩০০ মণ গাছ।  এতে বনভূমি উজাড় হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। তাই, পরিবেশ দূষণকারী এসব চুল্লি ও অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান সচেতন মহল। 

এখন টিভির প্রতিবেদক জিয়াদ মাহমুদ জানান, পেশাগত কাজে বেড়িয়ে আমরা বিষখালী নদীর তীরে এ ধরনের চুল্লি দেখতে পাই যা পরিবেশের জন্য ক্ষতিকর। বিষয়টি আমরা সাথে সাথেই পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ও বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে জানাই। তারা এবং পাথরঘাটা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। 

পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আইন ১৯৯৫ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা এবং পাথরঘাটা ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লি ভেঙে ফেলা হয়েছে । অবৈধ কয়লা চুল্লি ও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence