কলেজের বোর্ডে শেখ হাসিনা ও ছাত্রলীগ ফিরে আসার বার্তা, গ্রেপ্তার ৩

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে এসব লেখা ভেসে ওঠে
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে এসব লেখা ভেসে ওঠে  © সংগৃহীত

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে শেখ হাসিনা  ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ফেরার বিষয়ে প্রচারের ঘটনায় ওই কলেজের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত কর্মচারীরা হলেন কলেজের কম্পিউটার অপারেটর মাহাবুবুর রহমান ও পরান কাজী এবং নৈশপ্রহরী এস এম আরিফুজ্জামান। তাঁরা সরকারি কর্মচারী নন। কলেজ তাদের মাস্টাররোলে নিযুক্ত করেছিল।

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা বলেন, 'ঘটনার পরপরই ওই ডিজিটাল সাইনবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনার তদন্তের জন্য ইউএনওর সঙ্গে আলোচনা করে কলেজের প্রভাষক মো. নুরুজ্জামানকে অহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন প্রভাষক এস এম তারিকুল আলম ও উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।'

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘শনিবারই ওই দুই কম্পিউটার অপারেটরকে খবর দিয়ে কলেজে আনা হয়। এরপর গভীর রাতে নৈশপ্রহরীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়। পরে রবিবার দুপুরে তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence