১০ টাকার নোটে আতিয়া জামে মসজিদ ফিরে চায় টাঙ্গাইলবাসী

দশ টাকার পুরাতন নোটের ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ
দশ টাকার পুরাতন নোটের ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ  © সংগৃহীত

ঐতিহাসিক আতিয়া জামে মসজিদের প্রতিকৃতি ১০ টাকার নোটে পুনঃস্থাপনের দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ।   

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও নিরপরাধ মানুষদের নামে হয়রানিমূলক মামলা বাণিজ্য বন্ধ ও সঠিক তদন্তের মাধ্যমে আসামি গ্রেফতার করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 

জাতীয় নাগরিক কমিটির পক্ষে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রাসেল এবং টাঙ্গাইল সদর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করেন আবু আহমেদ শেরশাহ, ফাতেমা রহমান বীথি, মুনসুর হেলাল, রাকিবুল হাসান রাজু, সুমাইয়া আক্তার ইতি, রুমি, মাকসুদ, হাবিব, সুজন, নিলয়, তাওহীদ, আসিফুর রহমান, অমিত, সামিয়া, তৃপ্তি, তাহিম সহ আরও অনেকেই।

স্মারকলিপিতে ঐতিহাসিক স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে দেশের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি অপরাধ দমনেও প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা দায়রা জজ এবং জেলা পাবলিক প্রসিকিউটর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ও কঠোর অবস্থানে যাবেন বলেও জানান তারা। 

প্রসঙ্গত, আতিয়া জামে মসজিদের প্রতিকৃতি ১৯৯৬-১৯৯৭ সালে মুদ্রিত ১০ টাকার নোটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে নোটের ডিজাইনে পরিবর্তন আনা হলে এই প্রতিকৃতি সরিয়ে ফেলে ফ্যাসিবাদী আওয়ামী সরকার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence