মাস্ক পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০২:০৭ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০২:১১ AM
মুখে মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল নিষিদ্ধ ঘোষিত সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুরাণ ঢাকার সূত্রাপুর এলাকায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলে জানা যায়।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা ৮ জনের একটি দল ব্যানার হাতে স্লোগান দিচ্ছে। তাদের সামনে ধরা ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা লেখা।
অন্য একটি ছবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনা কেক দেখা যায়। ছবির পেছনের অংশ দেখে মনে হচ্ছে রাতে কোনও স্কুল ভবনের সামনে তোলা হয়েছে।
এর আগে গত বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এতে বলা হয়, এবং যেহেতু ১৫ জুলাই হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে।
সেহেতু সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’-এর ধারা ১৮-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করল এবং উক্ত আইনের তফসিল-২-এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল।