মানচিত্রে শহীদদের ধারণ, প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন ছাত্রদলের

শহীদের নামে প্ল্যাকার্ড প্রদর্শন
শহীদের নামে প্ল্যাকার্ড প্রদর্শন  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১৪১ সহযোদ্ধার ছবি একত্র করে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে বিএনপির সহযোগী এই ছাত্র সংগঠন বিগত আন্দোলনের সব শহীদের নামে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের শ্রদ্ধাভরে স্মরণ এবং তার যথাযথ বিচার দাবি করেছে।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। শহীদদের স্মরণের পাশাপাশি সব হত্যাকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে মিছিল করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষকীর এ বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল ও বুয়েট শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল নূরসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় শহীদদের হত্যার বিচারের দৃঢ় প্রত্যয়ে সংগঠনটি কাজ করবে জানিয়ে ভিন্নধর্মী এ উদ্যোগের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত লড়াইয়ের বিজয়ী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সে জন্য আমাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১৪১ জন সহযোদ্ধাসহ সব শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

প্রত্যেক শহীদের রক্তের দায় এবং সব হত্যাকাণ্ডের বিচারে ছাত্রদলের নেতাকর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ। যথাযথ বিচার নিশ্চিত করার আগে ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন শাহরিয়ার হক মজুমদার শিমুল।

এর আগে দিনভর নানা আয়োজনে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ