ভারত থেকে প্রবেশের সময় এক নাইজেরিয়ান আটক
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ PM
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ ডিসেম্বর) ভোর ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নাইজেরিয়ান হলেন, গিলবার্ট অ্যাপেহ, বাবার নাম এমেকা। পাসপোর্ট নম্বর এ১০৮৮০৭৩৮।
নাইজেরিয়ান নাগরিকের পাসপোর্টে দেখা যায়, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে করে ভারতের নয়দিল্লি এয়ারপোর্টে আসেন ওই নাগরিক। ভারতে দীর্ঘদিন অবস্থানের পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনীর ৪ বিজিবির আওতাধীন পূর্ব নিজ কালিকাপুর বিওপির টহল দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর ৩টা ১৫ মিনিটে সীমান্ত পিলার ২১৫৮/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসামগ্রী জব্দ করা হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবির সদস্যরা আটক করে। আটক নাইজেরিয়ান ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।