১৪ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা

শিক্ষর্থীদের সংবর্ধনা
শিক্ষর্থীদের সংবর্ধনা  © টিডিসি ছবি

নোয়াখালী সদর উপজেলায় ১৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষকদের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে শিক্ষর্থীরা অত্যন্ত আনন্দিত।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এওজবালিয়া ইউনিয়নের রাজাপুর আল কোরআন একাডেমি মাদরাসা ও এতিমখানা মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

জানা যায়, আল কোরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার আয়োজনে ২৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৪ জন হাফেজকে মাথায় পাগড়ি পড়িয়ে ও সম্মাননা ক্রেস্ট দেন আয়েশা (রা.) মহিলা মাদরাসার প্রভাষক মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

সংবর্ধনা পাওয়া হাফেজ ইয়াকুব আলী  ও হাফেজ ইমাম হোসেন বলে, ১৪ হাফেজকে একসঙ্গে সংবর্ধনা দেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। এত সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার দৃশ্য জীবনের প্রথম আনন্দ, যা কখনো ভোলার নয়। সামনে যত দিন বেঁচে থাকব, এ সম্মান অক্ষুণ্ন রেখে চলার চেষ্টা করব ইনশাল্লাহ।

আল কোরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন, ‘আমরা কোরআন ও কোরআনের হাফেজদের সম্মানকে জাতির কাছে তুলে ধরতেই কোরআন-প্রেমীদের জন্য এমন আয়োজন। আল কোরআন একাডেমি আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘এই মাদ্রাসার ১৪ জন ছাত্র কোরআন মুখস্থ সম্পন্ন করেছে। আমরা সাধারণত এটিকে সেলিব্রেট করতে জানি না। মাদরাসা কর্তৃপক্ষ এটিকে এমন সুন্দরভাবে সেলিব্রেট করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

কোরআনে হাফেজদের উদ্দেশে তিনি বলেন, কোরআন শুধু আক্ষরিকভাবে মুখস্থ করার কাজ নয়, বরং এর তাহল্লুমটা হবে কোরআনের ভেতর যে ইলম আছে, সেই ইলম অর্জন করার মধ্য দিয়ে প্রকৃত কোরআনের ইলম অর্জিত হবে। যে ইলম দিয়ে আমরা আমাদের সমাজকে আলোকিত করতে পারি। মুখস্থ অনেক কোরআনে হাফেজের মিছিল তৈরি হয় কার্যত তারা সমাজে পরিবর্তনের কোনো ভূমিকা রাখতে পারে না। 

তিনি আশা রেখে বলেন, এই সমাজকে বদলে দেওয়ার জন্য এবং কোরআনের আলোয় আলোকিত করার জন্য এই কোরআনকে যত বেশি মুখস্থ করার চেষ্টা করেছে, এর চেয়ে বেশি বুঝেশুনে ভালো আলেম হওয়ার জন্য আরও বেশি প্রচেষ্টা করবে। আল্লাহ হাফেজদের কল্যাণ দান করুন আমিন।

এ সময় মাইজদী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোবারক উল্যাহ, রায়পুর থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইয়্যেদ মাহমুদুল হাসান, নোয়াখালীর সাবেক জেলা নাজির লুৎফুর রহমান, মাদরাসার সহকারী পরিচালক মনসাদ মিয়া, আবুল খায়ের, মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ, মো. বেলাল হোসেন সোহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ