সচিবালয়ের নথি পাচার সন্দেহে বরিশালে দুটি ট্রাক আটক

আটককৃত ট্রাক
আটককৃত ট্রাক  © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের গোপন নথিপত্র পাচার হচ্ছে সন্দেহে বরিশালে নথিপত্রসহ দুটো ট্রাক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।  তবে  তল্লাশি চালিয়ে দেখা যায় ট্রাক দুটিতে রয়েছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরোনো সব কাগজপত্র। তল্লাশি শেষে আপত্তিকর কিছু না পেয়ে ট্রাক দুটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, 'বহু বছরের পুরোনো কাগজপত্রসহ কাঠের কিছু ভেঙে যাওয়া মালামাল পুড়িয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এরপর ভাড়া করা দুটি ট্রাকে এসব নথিপত্র ও আসবাবপত্র ভর্তি করে তা নগরের ময়লা খোলার ভাগাড়ে নিয়ে পুড়িয়ে ফেলার জন্য অফিসের দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়। তবে অফিসের দুই কর্মকর্তার কেউ বরিশালের ময়লার ভাগাড় চেনেন না। অফিস কর্মচারী এবং ট্রাক চালক নিজেদের সিদ্ধান্তে সেগুলো কাগাশুরা এলাকার বাজারের পেছনে নিয়ে যান।

তিনি আরও বলেন, 'আমার ধারণা, এসব কাগজ না পুড়িয়ে বাজারে বিক্রি করতে চেয়েছিলেন তারা। এ সময় এক বান্ডিল কাগজ ট্রাক থেকে রাস্তায় পড়ে গেলে স্থানীয় জনতা তা তুলে দেখে এবং সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ট্রাক দুটি আটকে দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে ট্রাক দুটি অফিসে ফেরত নিয়ে আসি। পরবর্তীতে আবার মালামাল পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হবে।'

ঘটনার বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, 'স্থানীয় জনতা কাগজপত্র দেখে ঢাকা সচিবালয়ের কাগজ সন্দেহ করে ট্রাক দুটি আটক করেছিলেন। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বক্তব্য ও কাগজপত্র তল্লাশি করে আপত্তিজনক কিছু না পাওয়ায় লিখিত বক্তব্য নিয়ে ট্রাক দুটিকে ছেড়ে দেওয়া হয়েছে।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence