টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১০ PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, টোল প্লাজায় মাওয়াগামী প্রাইভেট কারটির পেছনে বেপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। পরে প্রাইভেট কারটি সামনের আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা ছয়জন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ও চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর টোল প্লাজার লোকজন ও টহল সেনাবাহিনীর সদস্যরা আহতদের মিডফোর্ড হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।