সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালাল ট্রাক

সচিবালয়ের সামনে ফায়ার ফাইটারকে উদ্ধারের মুহূর্ত
সচিবালয়ের সামনে ফায়ার ফাইটারকে উদ্ধারের মুহূর্ত  © সংগৃহীত

রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ারের এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক।

বুধবার মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত ওই ফায়ার ফাইটারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।

রাত সাড়ে ৪টার দিকে হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ফায়ার ফাইটারের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কাজ যখন করছিলেন, তখন একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন।

এদিকে প্রায় পাঁচ ঘণ্টা অতিক্রম হতে চলল। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। সর্বশেষ খবর অনুযায়ী— ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টার বেশি বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে।

মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।


সর্বশেষ সংবাদ