‘মানুষ দোয়া করতেছে, শেখ হাসিনা আবারও ফিরে আসবে’

আদালতে সোলায়মান সেলিম
আদালতে সোলায়মান সেলিম  © সংগৃহীত

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানিতে আদালতে হাজির করা হয় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে। এজলাসে থেকে নামিয়ে তাদের হাজতখানায় নেওয়ার পথে সোলায়মান সেলিম বলেছেন, মানুষ দোয়া করছে, শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। মানুষ দোয়া করছে, দোয়া করতেছে। বঙ্গবন্ধু মরে নাই।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে সোলায়মান সেলিমকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় সোলায়মান সেলিম বলেন, মানুষ আগে খাইতে পারছে। শেখ হাসিনা আবারও আসবেন। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধেও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ সংবাদ