পাঠ্যপুস্তককে পারিবারিক অ্যালবাম বানিয়েছে আওয়ামী লীগ
বললেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ PM
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছরে শিক্ষাকে ধ্বংস করতে পাঠ্যপুস্তককে বানিয়েছে পারিবারিক অ্যালবাম, ইতিহাসকে রূপ দিয়েছে পারিবারিক ইতিহাসে। আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষাঙ্গনে আওয়ামী লীগ ব্যাপক ধস নামানোর চেষ্টা করেছে। কারণ, তারা জানে বাংলাদেশকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করতে হবে। সেই কাজটি তারা সুন্দরভাবে করেছে। নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম মেরে ধ্বংস করার দরকার নাই, শিক্ষাকে ধ্বংস করলেই দেশ-জাতি ধ্বংস। তারা সেটাই করেছে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, শিক্ষা দিয়েই পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তনের জন্য শিক্ষকদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আসার সুযোগ দেন, শিক্ষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেব। শিক্ষকরা থাকবেন সবচেয়ে উঁচু চেয়ারে। যেকোনো মিটিংয়ে ওসি ও ইউএনওদের পেছনের চেয়ারে বসেন প্রধান শিক্ষক, অধ্যক্ষরা। আমাদের দেশের এই সিস্টেমের পরিবর্তন আনতে হবে। যে যাই বলি না কেন, শিক্ষায় ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমেরিকান ও ইউরেশীয় অঞ্চলগুলোতে ভারত অত্যন্ত এগিয়ে গেছে। আমরাও শিক্ষায় এগোনো শুরু করেছিলাম, উন্নতিও হচ্ছিল। এরই মধ্যে ১৬ থেকে ১৭টি বছর শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যেক বছর শিক্ষা কারিকুলাম পাল্টে কীভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা (আওয়ামী লীগ সরকার) তা আপনাদের সকলেরই জানা। সৃজনশীল পদ্ধতি আমাদের (বিএনপি সরকার) পরিকল্পনা শুরু করলেও শিক্ষকদের কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই নামিয়েছে তারা। ফলাফল কি আসছে আপনারা শিক্ষকরা ভালো করেই উপলব্ধি করেছেন। নকলকে প্রশ্রয় দিয়ে প্রশ্নপত্র ফাঁস করে এমন কি বিসিএস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় তদবির বাণিজ্য করে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করে, লেয়ারে লেয়ারে তাদের দলীয় লোক বসিয়ে রাষ্ট্রের সক্ষমতা নষ্ট করেছেন।
এসময় মতবিনিময় সভায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে, বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জাম সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।