গুলিবর্ষণ ও হত্যা মামলায় ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগ নেতা গ্রেফতার
- সাভার প্রতিবেদক
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ PM
ঢাকা জেলা উত্তরের আশুলিয়ায় ছাত্র-জনতাকে গুলিবর্ষণ ও হত্যার মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা শাহ জালাল শাওনকে মেহেরপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি দল। পরে মেহেরপুর থেকে তাকে আশুলিয়া থানায় নিয়ে আসে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মাসুদ আল মামুন। এর আগে গতকাল দুপুর বারোটায় ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশের সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে গুলিবর্ষণ ও হত্যার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।
পুলিশ আরো জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির মাধ্যমে খোঁজ পায় যে, সে বর্তমানে মেহেরপুরের গাংনী উপজেলায় রয়েছে। পরে আশুলিয়া থানা পুলিশ মেহেরপুরের র্যাব-৬ কে তার অবস্থান নিশ্চিত করেন। এরপর রবিবার রাতে আশুলিয়া থানা পুলিশের এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল মেহেরপুরের গাংনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তার শাহ জালাল শাওনের বয়স ২৮ বছর। আশুলিয়ার নরসিংহপুর এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। সে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেছেন, গতকাল দুপুরে গ্রেপ্তার শাহ জালাল শাওনকে মেহেরপুর থেকে আশুলিয়া থানায় আনা হয়। পরে গতকাল দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।