চট্টগ্রামে আইনজীবী হত্যায় নিন্দা ও শাস্তির দাবি চরমোনাই পীরের

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  © প্রতীকী ছবি

চট্টগ্রাম আদালতে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেছেন।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ নির্মম হত্যাকাণ্ড দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা উচিত। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।

পীর সাহেব চরমোনাই আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো উসকানির বিরুদ্ধে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্তকারী একটি গোষ্ঠীর ইঙ্গিত বহন করে।  

তিনি অভিযোগ করেন, আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে নৈরাজ্য সৃষ্টির পেছনে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর ভূমিকা রয়েছে। আইনজীবী হত্যার মতো জঘন্য অপরাধের পেছনে তাদের ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।  

পীর সাহেব আরও বলেন, যে গোষ্ঠী পতিত স্বৈরাচারের সহায়তায় দেশের অস্থিরতা বাড়াতে চাইছে, তাদের অপতৎপরতা অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সকল শ্রেণির মানুষকে শান্তি বজায় রাখতে আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ