ঢাকা মেডিকেলে জাতীয় নাগরিক কমিটি গঠন

  © লোগো

চিকিৎসকদের সমন্বয়ে এবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২২ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় নাগরিক কমিটির ১০৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ 

এর আগে রাজধানীর কলাবাগান, কদমতলী, ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর, লালবাগে প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।


সর্বশেষ সংবাদ