উদ্বোধনের ২ বছর পর রূপপুর স্টেশনে চললো যাত্রীবাহী ট্রেন

উদ্বোধনের ২ বছর পর রূপপুর স্টেশনে চললো যাত্রীবাহী ট্রেন
উদ্বোধনের ২ বছর পর রূপপুর স্টেশনে চললো যাত্রীবাহী ট্রেন  © সংগৃহীত

নির্মাণের ২ বছর পর প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চললো পাবনার ঈশ্বরদীর নতুন স্টেশন রূপপুর রেলওয়ে স্টেশনে। সোমবার (২৮ অক্টোবর) পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের নিয়ে একটি কমিউটার ট্রেন রূপপুর থেকে রাজশাহী চলাচল করে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই স্টেশন উদ্বোধনের প্রায় ২ বছর পর কোন ট্রেন এই স্টেশনে চলাচল করেনি। এই প্রথম রূপপুর স্টেশনে যাত্রী নিয়ে এসে একটি ট্রেন ফিরে গেছে রাজশাহীতে।

রূপপুরে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর করানোর জন্য রেলওয়ের নিকট আবেদন করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই কমিউটার ট্রেন রিজার্ভেশন দিয়ে রূপপুর স্টেশন পর্যন্ত একদিনের জন্য চলাচলের অনুমতি দেয় বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে ৮টি বগিসহ ট্রেন রিজার্ভ করে রাজশাহী থেকে রূপপুর স্টেশনে এসে সফলভাবে রাতে ফিরে যায় ট্রেনটি।

রূপপুর স্টেশনে আসা প্রথম ট্রেনের যাত্রী পিয়াল হোসেন জানান, আমরা নতুন এই স্টেশনে প্রথম ট্রেনের যাত্রী হিসেবে এসে ভালোভাবে রাজশাহী ফিরেছি। রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র আরাফাত হোসেন জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী একসঙ্গে এই ট্রেনে রূপপুরে আসতে পেরে রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করেছি। 

সাজিদ হোসেন নামের আরেক শিক্ষার্থী জানান, আমরা দিনভর খুব মজা করেছি, দিনটি আমাদের সব বন্ধুদের জন্য উপভোগ্য ছিল।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সূফি নূর মোহাম্মদ জানান, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী হয়ে রহনপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর কমিউটার ট্রেনটি সপ্তাহের প্রতি সোমবার চলাচল বন্ধ থাকে। বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহীর শিক্ষার্থীদের নিয়ে রূপপুরে শিক্ষা সফরের জন্য বন্ধের দিন ওই ট্রেনটি ভাড়ায় বরাদ্দ নেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি আবেদন করেছিল। রেল কর্তৃপক্ষ তা অনুমোদন দিলে ট্রেনটি রাজশাহী থেকে রূপপুরে এসে আবার ফিরে যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence