শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামবিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না: মামুনুল হক

মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক  © সংগৃহীত

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ সহ্য করা হবে না। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘শানে রেসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। হেফাজতে ইসলাম যশোর জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে হেফাজতে ইসলামের কমিটি গঠন করতে হবে। আমাদের সন্তানদের নাস্তিক্যবাদের কার্যক্রম বন্ধ করতে হবে।

মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশকে ইসলামশূন্য করতে নানা ষড়যন্ত্র চলেছে। এই দেশে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঠিক একই কায়দায় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে আবার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলোর প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেন্টমার্টিন থেকে শুরু করে দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক, নাজমুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং কেন্দ্রীয় নায়েবে আমির মুশতাক আহমেদ।


সর্বশেষ সংবাদ