এবার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে কথা বললেন সোহেল তাজ

সোহেল তাজ
সোহেল তাজ  © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার এই পোস্ট নিয়ে সমালোচনায় জড়িয়েছেন নেটিজেনরা।  

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ। আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আমাদের সবার নিশ্চই মনে আছে, বেচারা প্রিন্স চার্লসের কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য।’

তার এই পোস্ট ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পোস্টটির মন্তব্য বাক্সে এখন পর্যন্ত ১৮ হাজারেরও বেশি নেটিজেন এতে মন্তব্য করেছেন যেখানে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

হাসান আল মামুন নামে একজন লিখেছেন, ‘সেই হিসেব করলে তো কিছুদিন পর আপনার নাম ও আসতে পারে। এমন মানুষ কিভাবে এই সস্তা লেখা লেখি করে বুঝি না।’

আরিফা রহমান রুমা নামে একজন মন্তব্য করেছেন, ‘বঙ্গতাজের জন্য কষ্ট হচ্ছে। আপনার পরিবারের অনেকেই আমার ঘনিষ্ঠ। আপনার প্রোপার চিকিৎসা কেন করাচ্ছে না বুঝলাম না।’

বুলবুল আহমেদ নামে একজন মন্তব্যে লিখেছেন, ‘আপনাকে সত্যি অনেক সন্মান করতাম কিন্তু এখন দেখছি একজন দেশপ্রেমিকের ঘরে আরেক মির্জাফরের জন্ম হয়েছে, কাপাসিয়াবাসী সব সময় আওয়ামী লীগের প্রাণ ছিল, তারাও তাজউদ্দীন আহমেদের সন্তান হিসেবে আপনাকে অনেক সন্মান ও ভালোবাসাতেন, সেটা মনে হয় আর থাকবে না, থাকার কথা না।’

এ রকম আরও অসংখ্য নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। প্রতি উত্তরেও হচ্ছে সমালোচনা।


সর্বশেষ সংবাদ