‘ফ্যাসিবাদের চক্রান্ত’ নিয়ে আসিফের নতুন সতর্কবার্তা ফেসবুকে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমু
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমু  © সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কার মিশনে জাতীয় ঐক্য ধরে রাখার কথা জানিয়েছেন। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

শ্রম উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, 'ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কার মিশনে জাতীয় ঐক্য ধরে রাখাই অন্যতম চ্যালেঞ্জ'। ফ্যাসিবাদের চক্রান্ত থেমে নেই।

তিনি আরও লেখেন, যেকোন রাজনৈতিক সিদ্ধান্তে, গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার আকাংক্ষার বাস্তবায়নে রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি তথা জনগণের মতামতই প্রাধান্য পাবে'।

আরও পড়ুন: ‘সব জায়াগায় লাল ফিতা খাটে না, খাটানো উচিত না

পরিশেষে তিনি লেখেন, 'রাষ্ট্রের সকল অংশীজনদের সংস্কার কার্যক্রমের জন্য গঠিত কমিশনগুলোর কার্যক্রমে অংশগ্রহণ ও মতামত প্রদানের আহ্বান থাকবে'।


সর্বশেষ সংবাদ