সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া বুদ্ধিমানের কাজ হয়নি: মির্জা ফখরুল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ PM
দেশের সব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া বুদ্ধিমানের কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় এবং হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে তিনি বলেন, সেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার।
তিনি আরও বলেন, যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা-কর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে। কখনই এমন কোনো ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হবে।’