সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কিশোরীর মরদেহ ফেরত দিলো বিএসএফ

সীমান্তে গুলিতে নিহত সেই বাংলাদেশি কিশোরীর মরদেহ ফেরত দিলো বিএসএফ
সীমান্তে গুলিতে নিহত সেই বাংলাদেশি কিশোরীর মরদেহ ফেরত দিলো বিএসএফ  © সংগৃহীত

তিনদিন পর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্বর্ণা দাস নামে সেই বাংলাদেশি কিশোরীর মৃতদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে ওই মৃতদেহটি হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

তিনি জানান, পরেন্দ্র দাসের বড় ছেলে ভারতের ত্রিপুরায় বসবাস করেন। ছেলেকে দেখতে তার মা সঞ্চিতা দাস ও ছোট বোন স্বর্ণা দাস রোববার (১ সেপ্টেম্বর) রাতে দালালের মাধ্যমে লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের কাঁটাতারের বেড়ার কাছে যাওয়া মাত্রই বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। 

এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণা দাসের মৃত্যু হয়। তবে আহত হন মা সঞ্চিতা দাসও। আহত অবস্থায় তিনি স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়া হয়।

নিহত স্বর্ণা দাসের বাবা জানান, গত সোমবার (২ সেপ্টেম্বর) বিজিবির একটি দল এসে স্বর্ণা দাসের মৃত্যু ও তার মৃতদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যাওয়ার খবর দিলে তিনি বিষয়টি জানতে পারেন।

এ দিকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ভারতীয় পুলিশ কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণা দাসের মৃতদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।


সর্বশেষ সংবাদ