শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে হবে: মামুনুল হক

মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক  © সংগৃহীত

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাঁকে ভারত থেকে ধরে আনতে হবে। সব হত্যা ও গণহত্যার বিচার আদায় করতে হবে। বুধবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয় হাবিবপুর ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস সোনারগাঁ শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। 

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, আমরা বলেছিলাম, ভাস্কর্য করার দরকার নেই; আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। এ কথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন; জাতীয় সংসদে আমাকে আক্রমণ করলেন। আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আজ সারাদেশে এ লাঞ্ছনা বরণ করতে হতো না।

আরও পড়ুন: অবরুদ্ধ সেসিপ প্রোগ্রামের কর্তারা

তিনি বলেন, ১৬ বছর অন্ধকার সময়ে জনগণের বুকে চেপে বসে ছিল এক জালিম সরকার। মানুষ ভাবতে শুরু করেছিল, এদের হয়তো আর নামানো সম্ভব না। তাদেরও বিশ্বাস ছিল, তাদের কেউ নামাতে পারবে না। তারা মসনদ জবরদখল করে বসে ছিল। তাদের ইচ্ছা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। 

খেলাফত মজলিস সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সদস্য মাওলানা মহিউদ্দিন খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ