গণভবনে ঢুকে ছাত্র-জনতা যা যা করেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:৩২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ০৯:৩২ PM
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়ার পরপর গণভবনে মানুষ ঢুকে সেখানে উল্লাস করেছে। গণভবনের ভেতরে গণমানুষের স্রোত আটকানো যায়নি কোনোভাবেই। তারা সরকার প্রধানের বাসভবনে যা যা পেয়েছেন, তার সবই নিয়ে গেছেন। এর বাইরে তারা যা কিছু নিয়ে যেতে পারেননি, তা দখল বা পুড়িয়ে দিয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়লে এসব ঘটনা ঘটে।
গণভবনে শত শত মানুষ
সরকার প্রধানের রাষ্ট্রীয় বাসভবনে সাধারণ জনতার প্রবেশের পর তারা রীতিমতো লুটপাঠ করেছেন। যে যা হাতের কাছে পেয়েছেন তা নিয়ে গেছেন। এর মধ্যে---গণভবন থেকে তারা নামিদামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, হাঁস, বালতি, মাছ, মাংস গেছে।
গণভবনের ভেতরে রাখা খাবার নিয়ে নিয়ে খাচ্ছেন অনেকে। কেউ কেউ সরকার প্রধানের খাটে শুয়ে ছবি তুলেছেন। সেখানে জলাধারে নেমে গোসল করে উল্লাসও প্রকাশ করেছেন অনেকে।
কেউ কেউ নিয়েছেন শাড়ি, বালিশ, কাঁথা। ফ্রিজ থেকে মাছ নিয়েও আসেন অনেকে; ফ্রিজও নিয়ে গেছেন জনতার দল। চেয়ার, টেবিল, হাড়ি পাতিল, কোনো কিছুই বাকি রাখেনি তারা। এমনকি প্লাস্টিকের চেয়ার হাতে নিয়েও বের হতে দেখা যায় তাদের। বাদ যায়নি বাথরুমের কমোড, বদনা কিংবা কমোডের ঢাকনাও।
টেলিভিশন, ফ্রিজ, ফ্যান, ছাগল, খরগোশ, হাঁস, মুরগি, সবজি বাগান থেকে শাক সবজিও তুলে নেয় মানুষ। লাগেজ, ডিভান, ওভেন, গাছ, ঘড়িসহ বিভিন্ন আসবাবপত্র নিতেও দেখা গেছে তাদের। এসময় গণভবনের বিভিন্ন কক্ষে ভাঙচুরও চালানো হয়। এছাড়াও যেসব জিনিসপত্র, বিশেষ করে গাড়িতে আগুনও দিয়েছেন কেউ কেউ।
এছাড়াও এসি, পানির ট্যাংক, আলমিরামহ সবই নিতে দেখা গেছে গণভবনে প্রবেশ করতে পারা মানুষদের। এক কথায়, মানুষ যা পেরেছে, তাই নিয়ে গেছে গণভবন থেকে।
গাড়িতে আগুন
গণভবনের মূল গেইট পেরিয়ে পেছেনের দিকে আবাসিক কোয়ার্টার বা অফিসারদের থাকার ঘরগুলোর সামনে থাকা গাড়ি নিতে পারেনি সাধারণ মানুষ। ফলে সেখানে থাকা গাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দিতে দেখা গেছে তাদের।
ভাগাভাগি করে জিনিস লুট
বাইরে বের হওয়ার পথে চোখে পড়ে এক তরুনকে। তার সাথে গণভবন থেকে নেওয়া বিভিন্ন জিনিসপত্র। এর মধ্যে একটি ছোট টেবিল, সাথে আছে কিছু হাড়ি পাতিলও। এরপর আসেন কয়েকজন বৃদ্ধ। তারা কোনো জিনিস নিতে পারেননি। ফলে তাদের মধ্যে বেশকিছু জিনিসপত্র ভাগ করতে দেখা গেছে।
রাস্তায় সেজদা
গণভবন থেকে বেরিয়ে রাস্তায় হাজারো মানুষের ভিড় পেরিয়ে আসতে চারদিকে মানুষের হাতে গণভবন থেকে নেওয়া বিভিন্ন জিনিসপত্র দেখা গেছে। এর মধ্যেই চোখে পড়ে, রাস্তায় চোখে পড়ে কিছু মানুষ সরকার পতনের উচ্ছ্বাসে পথেই সেজদা করছেন।
মুক্তির স্লোগান
পথে মানুষের কথা ফাঁকে যেসব কথা বোঝা যাচ্ছে, তাতে মানুষের বাঁধভাঙ্গা উল্লাস শোনা যাচ্ছে। এছাড়াও পতাকা হাতে মানুষ নানা ধরনের মুক্তির স্লোগান আর বিজয়ের বার্তা প্রকাশ করছেন।