কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ রাষ্ট্রীয় শোক

দেশব্যাপী আজ রাষ্ট্রীয় শোক
দেশব্যাপী আজ রাষ্ট্রীয় শোক  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক পালণ করা হবে। মসিজদ-মন্দির-গির্জা-প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা। ধারণ করা হবে কালো ব্যাজ। 

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্রও তুলে ধরা হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারাদেশে সহিংসতার সৃষ্টি হয়। এ সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৫০ জনের মৃত্যু হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। 

আরও পড়ুন: শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ‘গণগ্রেফতার’ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

এর আগে, রোববার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী, আওয়ামী লীগ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। বিভিন্ন হাসপাতাল, জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও নিশ্চিত করেন তিনি।


সর্বশেষ সংবাদ