অপপ্রচার রোধে মোবাইল ডাটায় ধীরগতি, বললেন পলক

অপপ্রচার রোধে মোবাইল ডাটায় ধীরগতি বললেন পলক
অপপ্রচার রোধে মোবাইল ডাটায় ধীরগতি বললেন পলক  © ফাইল ছবি

সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং অপপ্রচার রোধেই মোবাইল ইন্টারনেটের ধীরগতি চলছে বলে জানিয়েছেন ডাক যোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এটি করা হয়েছে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর দেয়া তথ্যের ভিত্তিতে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আইসিটি ডিভিশনে দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি প্রোগ্রামিং এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি গত তিনদিন থেকেই ফেসবুক ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একাধিকবার সতর্কবার্তা দিয়েছি। কিন্তু তারা এর কোন কর্ণপাত করেনি।

তিনি বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট আপ করছে এবং লক্ষ লক্ষ ডলার ব্যয় করে সেগুলো পোস্টিং করছে। এ সময় তিনি ব্যবহারকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence