রান্নাঘড়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা গেলেন একই পরিবারের ৪ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০১:১২ PM , আপডেট: ১৬ জুন ২০২৪, ০১:১৮ PM
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ রকসি আক্তারও (২০) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ দগ্ধ চারজনই মারা গেলেন। রোববার (১৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ভাটারা থেকে নারী শিশুসহ দগ্ধ চারজন আমাদের এখানে এসেছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রকসি আক্তার নামে এক নারী মারা গেছেন। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শিশু আয়ান, ফুতু ও আব্দুল মান্নান নামে আরো তিনজন মারা যায়। এই ঘটনায় দগ্ধ চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে গত ১০ জুন রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।