ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক ঘোষণা

নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি  © ইন্টারনেট

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্য আরোহীদের মৃত্যুরে ঘটনায় বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ মে এ শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে বৃহস্পতিবার (২৩ মে) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। 

এদিন দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের জন্য জন্য মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা হবে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।

সেখান থেকে হেলিকপ্টারে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পরে দুর্ঘটনায় তারা সবাই নিহত হন। সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ