সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট, ম্যানেজারকে অপহরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ AM
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করেছে সন্ত্রাসীরা। এ সময় ব্যাংকের ওই শাখার ম্যানেজার নিজাম উদ্দিন ও নিরাপত্তারক্ষীকে অপহরণের পাশাপাশি প্রায় দুই কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট করা হয়েছে বলেও জানা গেছে। জড়িতদের ধরতে ইতোমধ্যে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে পার্বত্য এলাকার আঞ্চলিক শসস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে। এ বিষয়ে পরবর্তীতে নিশ্চিত হয়ে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
ব্যাংক লুটের বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বান্দরবান সদর শাখার ম্যানেজার জানান, মঙ্গলবার রেমিট্যান্সের টাকা রুমা শাখায় পাঠানো হয়। রাতে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংকে ঢুকে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ভল্ট ভেঙে টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।