নিয়ন্ত্রণে আসেনি কাচ্চি ভাইয়ের আগুন, আটকে পড়াদের বাঁচার আকুতি

উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা
উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা  © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন।

যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। আগুনের ঘটনায় ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিরা তাদের বাঁচানোর আকুতি জানাচ্ছেন। ইতোমধ্যে ১২ জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ভবনটিতে থাকা মানুষ আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে মোট ১২ ইউনিট কাজ করছে।


সর্বশেষ সংবাদ