‘বিটিএস সদস্যদের বিয়ে করতে’ ঘর ছাড়া কিশোরীদের টঙ্গী থেকে উদ্ধার

বিটিএসের টানে মেরাদিয়া থেকে ঘর ছাড়া কিশোরীদের টঙ্গী থেকে উদ্ধার
বিটিএসের টানে মেরাদিয়া থেকে ঘর ছাড়া কিশোরীদের টঙ্গী থেকে উদ্ধার  © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের ব্যান্ড বিটিএসের সদস্যদের বিয়ে করতে ঘরছাড়া হয় রাজধানীর মেরাদিয়ার তিন কিশোরী। ১০ দিনের প্রচেষ্টার পর অবশেষে তাদের উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা হতে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীরা রাজধানী খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আশায় গত ২৯ জানুয়ারি দুপুরে বাসা থেকে পালিয়ে যায়। পালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে তারা।

খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন জানান, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা হতে তাদের উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তারা নিজেরাই ঘর ছেড়েছিল। এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘর ছেড়েছে তিন কিশোরী, এমন অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী। তারপর একই রিকশায় তিনজন চলে যায়।

তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুককে বিয়ে করতে বদ্ধপরিকর সে। এ বিষয়ে সেই তরুণীর মা বলেন, যাওয়ার আগে ওরা বলে গেছে বিটিএসের কাছে যাবে। বিটিএস কি তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence