রাজধানীতে যাত্রাবাহী ট্রেনে ভয়াবহ আগুন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসছেন। এলাকাবাসীরাও যে যার মতো করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ট্রেন থেকে দগ্ধ দুজনকে বের করে আনা হয়েছে। তবে ট্রেনের ভেতরে আরও লোকজন আটকা পড়েছেন কি না তা বোঝা যাচ্ছে না।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার ইসলাম বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।