সিলেট বিএনপির সম্পাদক ও যুবদল সভাপতি গ্রেপ্তার

এমদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলাম
এমদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলাম   © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গড়তে লিফলেট বিতরণের সময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষযে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেপ্তার ও মামলা দিয়ে কোনোদিনই যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যায় না। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বদ্ধপরিকর। যারা জনগণের অধিকার হরণ করেছে তাদের কূটকৌশল কোনোদিনই জয়ী হবে না।

আরও পড়ুন: কাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

এটি একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরের বন্দরবাজারে লিফলেট বিতরণকালে আমাদের দলের দুইজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে আমাদের সব রাজবন্দিদের মুক্তি চাই।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন গণমাধ্যমকে জানিয়েছে, বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও যুবদলের সভাপতি মুমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence