সংবিধানের বাধ্যবাধকতা থেকে নির্বাচন: শেখ হাসিনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫৫ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের বাধ্যবাধকতা থেকে আমাদের নির্বাচন করতে হচ্ছে। বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারে। তারা ৩ হাজারের বেশি মানুষের গায়ে আগুন দিয়েছে। এদের মধ্যে অনেকেই মারা গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
একটা মানুষ অনেক কষ্ট করে বাস-ট্রাক কেনে। যখন তাদের চোখের সামনে সেই গাড়িতে আগুন দেওয়া হয়, তখন তার কেমন লাগে সেটা তিনিই ভালো জানেন। এরা মানুষ পুড়িয়ে মারবে, আর তাদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণনের সুরক্ষা নিশ্চিত করতে যা করার তাই করব।
অনেকেই বলছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের গ্রেপ্তার না করে কি করবে। তারা মানুষের জান-মালের ক্ষতি করবে, তাদের ফুলের মালা গলায় দেওয়ার সুযোগ নেই।