চলতি সপ্তাহের মধ্যে সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

লঘুচাপ
লঘুচাপ  © সংগৃহীত

চলতি সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ সৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

লঘুচাপটি পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। তবে এটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: আমেরিকায় বিনা খরচে ইয়েস প্রোগ্রামে পড়ার সুযোগ হাইস্কুলের শিক্ষার্থীদের

গত মাসে (অক্টোবর) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘হামুন’ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এটি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে।

শনিবার (১১ নভেম্বর) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


সর্বশেষ সংবাদ